ঝালকাঠিতে মন্দিরে আলো নিভিয়ে নিরবতা পালন করে প্রতিবাদ হিন্দু সম্প্রদায়ের

ঝালকাঠী প্রতিনিধি,মো.মোছাদ্দেক বিল্লাহ
দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও সংখ্যালঘুর ওপর নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মন্দিরে আলো নিভিয়ে নিরবতা পালন করে প্রতিবাদ জানানো হয়েছে।
বুধবার রাত ৯ টায় জেলা শহরের কালীবাড়ি মান্দরে জগধাত্রী পূজা মন্ডপের সামনে এ কর্মসূচি পালন করে ভক্তবৃন্দ। এসময় ১ মিটিটের জন্য পূজা উপলক্ষে আয়োজন করা আলোকসজ্জাসহ মন্দিরের ভেতরের আলো নিভিয়ে রাখা হয়।
এদিকে এদিন জগধাত্রী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউলগান ও ম্যাজিক শো প্রদর্শন করা হয় বারচালার নাটমন্দিরে। এছাড়াও শিশুদের পরিচালনায় মহালয়া নাট্যানুষ্ঠান এবং বিভিন্ন ধরণের নাচ ও সংগীতের আয়োজন করা হয়েছে। কালীবাড়ি মন্দির কমিটির উদ্যোগে দু:স্থ নারীদের আর্থিক সহায়তা প্রদান করাও হয়।