
ঝালকাঠি প্রতিনিধি,মোঃমোছাদ্দেক বিল্লাহ : ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ- আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি আলহাজ্ব বজলূল হক হারুনকে সংর্বধনা দেয়া হয়েছে।
সম্প্রতি সৌদি সরকারের আমন্ত্রণে সে দেশের বিভিন্ন দফতরের মন্ত্রী এবং ওআইসি‘র মহাসচিবের সাথে সফল বৈঠক শেষে দেশে ফেরায় স্থানীয় আওয়ামী লীগ অডিটরিয়াম মাঠের এ সংবর্ধনা সভার আয়োজন করে।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মাহামুদ হোসেন রিপনের সঞ্চলনায় বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ আয়োজিত এ সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, জেলা আওয়ামী লীগ ত্রাণ বিষয়ক সম্পাদক ও গালুয়া ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক অধ্যক্ষ মো. আবুল বাশার বাদশা ও কাঠালিয়া বার্তার প্রধান উপদেষ্টা ও ঢাকাস্থ কেয়ার এভাইজিংয়ের স্বত্ত্বআধীকারী মো. ফরিদুজ্জামান জাহাঙ্গী।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি এসএম ফাযজুল আলম সিদ্দিকী ফিরোজ, ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শিশির দাস,বীর মুক্তিযোদ্ধা মো. মহসিন নকীব, কাঠালিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিন, ছিটকী মাদ্রাসার অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আ.লীগ নেতা জাহাঙ্গীর হোসেন মোল্লা, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা এস এম আমিরুল ইসলাম লিটন, উপজেলা প্রধান শিশিক্ষিকা রেবা রাণী মন্ডল, উপজেলা স্বেচ্চাসেবক লীগ সভাপতি মো. জাহিদ হোসেন মল্লিক, উপজেলা ওলামা লীগ সভাপতি মাওলানা মো. দেলোয়ার হোসাইন, মো. উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন অপু ও উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো. সোহাগ হোসেন খান প্রমূখ।