ঝিকরগাছায় বজ্রপাতে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে দুইজন মারা গেছেন।

নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার মোহিনীকাঠ গ্রামের আলী ব্যাপারীর ছেলে শহিদ আলী (৪২) ও একই গ্রামের শওকত আলীর ছেলে শহিদুল ইসলাম সাজু (৩৫)।

এ ছাড়া বৈশাখী ঝড়ে জেলার আট উপজেলায় বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে ও উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েকটি এলাকা।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, রাতে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঝিকরগাছায় দুইজন মারা গেছেন। তারা মাঠে ধান কেটে আঁটি বেঁধে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে নিহত হন।

বৃহস্পতিবার রাতে প্রচণ্ড ঝড় ও বৃষ্টির কারণে পাকা বোরো ধান মাটিতে পড়ে গেছে। কোথাও আবার পানির নিচে ডুবে গেছে ধান খেত। শীষ বের হওয়া আধা পাকা বোরো ও কাটার উপযোগী ধান হেলে পানিতে ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষকেরা জানায়, ধান কেটে কিছু ঘরে তুললেও এখনো পানির নিচে রয়েছে অনেক ধান। যে কারণে শঙ্কা রয়েই গেছে। জমির ধানই পানির নিচে পড়ে থাকায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।

অন্য দিকে ঝড়ে গাছপালা ভেঙে ও উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েকটি এলাকা