ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক শাহীনূর আলম লিটনের জন্মদিন উদযাপন

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক শাহীনূর আলম লিটনের ৪০তম জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়। ২৪ জুলাই বাংলা ৮ শ্রাবণ জন্মদিন এ উপলক্ষে সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে সম্মানিত অভিভাবক, অফিস সেক্রেটারী রুপালী পারভীন,সহকারী পরিচালক তানজুল ইসলাম দিনার প্রশাসনিক কর্মকর্তা মাছুম পারভেজ রনী, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় সকলের পক্ষ থেকে ফুল ও জন্মদিনের উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।