ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদরের ধোপাবিলা গ্রামে গাছ কাটার সময় আব্দুল বারিক মণ্ডল (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল বারিক একই গ্রামের মৃত আকবর মণ্ডলের ছেলে।
সোমবার বিকেলে নারকেল গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল বারিক নারকেল গাছ কাটতে গিয়ে গাছটি তার মাথায় ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।