
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানায় অভিযান শেষে জঙ্গি সেলিম হোসেন ও তার চাচাত ভাই প্রান্ত হোসেনসহ ২৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে।
বুধবার দিনগত রাত ১২টার দিকে র্যাব বাদী হয়ে এ মামলা দায়ের করে।
এর আগে স্থানীয় র্যাব ক্যাম্পে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাবের গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খাঁন সংবাদ সম্মেলন করে এ অভিযান সমাপ্তির ঘোষণা দেন।
র্যাবের মেজর মনির আহমেদ বলেন, ‘আমরা বাদী হয়ে থানায় মামলা করেছি। বাকি আসামিদের গ্রেপ্তার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তাদের গ্রেপ্তার করার জন্য র্যাব কাজ করে চলেছে।’
গত দুদিনের পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ দুটি সুইসাইডাল ভেস্ট, পাঁচটি বোমা, ১৮টি ডাইনামাইট স্টিক, ৪০টি বোমা তৈরির বৈদ্যুতিক সার্কিট, ১৮৫টি পিভিসি সার্কিট বোর্ড, ১৮টি নিউজেল, চারটি এক্সপ্লোসিভ হাইড্রোজন কনটেইনার ও একটি এন্টি মাইন উদ্ধার করা হয়।
দুপুর ১২টার দিকে র্যাবের বোমা বিশেষজ্ঞ দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা বোমা ও সুইসাইডেল ভেস্ট নিষ্ক্রিয় করে।