ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৪৩) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারবাজার ফুলবাড়ি গেটে এ দুর্ঘটনা ঘটে। রবিউল উপজেলার ঝনঝনিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক ও পৌর এলাকার ফয়লা গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে রবিউল ইসলাম ট্রেন লাইন পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।