ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে প্রবাসী যুবক মাহবুল হোসেন (৪০) নিহত হয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা-লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কালা গ্রামের সাবদার বিশ্বাসের ছেলে নিহত মাহবুল। তিনি কম্বোডিয়া প্রবাসী ছিলেন এবং সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিলেন।
স্থানীয়রা জানান, ওই গ্রামে হুমায়নের সমর্থক সিরাজ মোল্লার কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করতেন জিয়ারুল ইসলামের সমর্থক বাটুল বিশ্বাস। সম্প্রতি সিরাজের লিজের টাকা ফেরত দিয়ে জমি ফেরত নিতে চাইলে বাটুল জানান, জমিতে থাকা ফসল না তোলা পর্যন্ত তিনি জমি ছাড়বেন না। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে শনিবার সকালে সিরাজের লোকজন জমির দখল নিতে জড়ো হন। একপর্যায়ে বাটুল ও সিরাজের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ শেষে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বাটুল বিশ্বাসের সমর্থক কম্বোডিয়া প্রবাসী মাহবুল হোসেনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সিরাজ ও হুমায়নের সমর্থকরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সেখানেই সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আলম মিয়া বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়ে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে স্থানীয় মাতব্বরদের নিয়ে দুপক্ষকে বসানো হয়েছিল। শনিবার বিষয়টি মীমাংসা হওয়ার কথা থাকলেও তার আগেই সংঘর্ষ ঘটে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় মাহবুলকে হাসপাতালে আনা হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, জমির লিজ ফিরিয়ে নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


