ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মামুনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- ওই গ্রামের জয়নালের ছেলে নীরব (৯) ও মেয়ে রিয়া (৮) এবং প্রতিবেশী ননীর ছেলে মুরাদ (৭)।
স্থানীয়রা জানান, নীরব, রিয়া ও মুরাদ সকালে জয়নালের বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে পরিবারের লোকজন তাদের লাশ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন