ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের ওয়াজ মণ্ডল (৪০) ও রতন মণ্ডল (৪৫)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সকালে শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামের মাঠে ওয়াজ মণ্ডল, রতন মণ্ডল ও আকিদুল পাট কাটতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে রতন মণ্ডলের মৃত্যু হয়। গুরুতর আহত ওয়াজ মণ্ডল ও আকিদুলকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওয়াজ মণ্ডল মারা যান।