ঝিনাইদহে মাদকসহ-অস্ত্র আটক ৪

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ফেনসিডিল, ইয়াবা ও আড়াই লাখ টাকাসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার ভোরে কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়ি থেকে তাদের আটক ও এ সব অস্ত্র-মাদক উদ্ধার করা হয়।

ঝিনাইদহ র‌্যাবের মেজর মো. মনির আহমেমদ বলেন, ভোরে আবুল কালাম আজাদের বাদুর গাছা গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে চারটি শুটারগান, একটি পাইপগান, ৭৯৫ পিস ইয়াবা, ৩২১ বোতল ফেনসিডিল ও আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়। পাশের ঘরে লুকিয়ে থাকা সোহেল রানা, সোহান হোসেন, জামাল হোসেন ও কনক আলীকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।