
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ফজলু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফজলু মিয়া কুমিল্লার দাউদকান্দি উপজেলার শাওলাপাড়া গ্রামের খোরশেদ শেখের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, সকালে ঝিনাইদহ থেকে একটি কাভার্ডভ্যান মেহেরপুর যাচ্ছিল। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের গোপিনাথপুর গ্রামে পৌঁছালে পিছন থেকে একটি বাস কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক ফজলু মিয়া নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।