ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ইঞ্জিনচালিত আলমসাধুর চাপায় শরিফা খাতুন (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ডাকবাংলা ত্রিমোহনীতে এ দুর্ঘটনা ঘটে।
শরিফা চুয়াডাঙ্গার মাহমুদজুমা গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, ত্রিমোহনীতে মায়ের সঙ্গে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে ছিল শরিফা। এ সময় ঝিনাইদহগামী একটি স্যালো ইঞ্জিনচালিত আলমসাধু তাকে চাপা দেয়।
স্থানীয় পথচারীরা শরিফাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।