ঝিনাইদহ থেকে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ থেকে রুবিনা পারভীন (২৮) নামে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে শহরের মহিষাকুণ্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবিনা সদর উপজেলার ধান হাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের নিহত জঙ্গি আব্দুল্লাহর স্ত্রী।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জেলা শহরের মহিষাকুণ্ডু গ্রামের এলাহী বক্সের বাড়িতে অভিযান চালানো হয়। মঙ্গলবার ভোরে ওই বাড়ি থেকে নিহত জঙ্গি আব্দুল্লাহর স্ত্রী রুবিনাকে গ্রেপ্তার করা হয়। স্বামী নিহত হওয়ার পর থেকে রুবিনা পলাতক ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৭ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত হন জঙ্গি আবদুল্লাহ।