ঝিনাইদহ মহেশপুরে ২০০ গ্রাম গাঁজা সহ বিক্রেতা আটক।

মোঃমশিয়ার রহমান টিংকু(মহেশপুর): আজ বৃহস্পতিবার বিকালে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপির কাঁঠাল বাগান পাড়া হইতে ২০০ গ্রাম গাঁজা সহ – মোঃজাহাঙ্গীর শেখ(৩৫) নামের এক গাঁজা বিক্রেতাকে আটক করেছে দত্তনগর ফাঁড়ীর ইন্চার্জ শ্রীঃঅজয় কুন্ডু সাহেব সহ সঙ্গীয় পুলিশ বাহিনী।দত্তনগর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ শ্রীঃঅজয় কুন্ডু সাহেব জানান-শ্যামকুড় সহ অত্র এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানের সময় আজ বিকাল ৪টায় পদ্মপুকুর হইতে শ্যামকুড় যাবার পথে কাঠালবাগান পাড়ায় গাঁজা বিক্রেতা জাহাঙ্গীর পুলিশের সামনে পড়ে।পুলিশ দেখে সে পালানোর চেষ্টা করলে তাকে সন্দেহজনক ভাবে ধরাহয়।তারপর তার কাছথেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করাহয়, এবং তাকে আটক করে দত্তনগর পুলিশ ফাঁড়ীতে নিয়েযাওয়াহয়।কাল গাঁজা বিক্রেতা জাহাঙ্গীরকে ঝিনাইদহের আদালতে সোপার্দ করাহবে।
কাঠালবাগান পাড়ার কিছু সচেতন ব্যাক্তি সাংবাদিককে জানান-গাঁজা বিক্রেতা জাহাঙ্গীর পার্শবর্তী তালশার গ্রামের মৃত আনছার শেখের পুত্র।সে শ্যামকুড় সহ আশেপাশের বিভিন্ন গ্রামে পাইকারী গাঁজা বিক্রিকরে এবং অত্র এলাকার যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলেদিচ্ছিলো।তার যথাযত শাস্তি হওয়া প্রয়োজন।