বরিশাল: নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঝুঁকি নিয়ে কেউ ছাদে উঠবেন না। তাহলে দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।
রোববার সকালে বরিশাল নৌ-বন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ ঈদে নৌপথে যাতায়াত করেন। নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, নৌপরিবহন মন্ত্রণালয়, লঞ্চ মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে। সবাইকে দুর্ঘটনা রোধ ও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ, বরিশাল মেট্রোপলিটনের উপকমিশনার (দক্ষিণ) আবদুর রউফ প্রমুখ।