
খেলা ডেস্কঃ শুরুটা দেখে শোনে শুরু করেছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। প্রথম ৫ ওভারে স্কোর ছিল ১০ রান। একপর্যায়ে আক্রমণাত্মক খেলা শুরু করেন তামিম। তার দেখাদেখি লিটনও চওড়া ব্যাটে খেলা শুরু করেন। এই দুজনের ব্যাটে কোনো উইকেট না হারিয়েই ১২ ওভারে ৭৭ রান করেছিল বাংলাদেশ।
পিটিয়ে খেলেই ৫০ পার কেরন তামিম। ১৫ তম ওভারে ছন্দপতন। চতুর্থ বলে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে যান এই ওপেনার।
তার উইলো থেকে আসে ৫১ রান। ৪৩ বল খেলে ৫ চার ও ৩ ছয়ে এই স্কোর গড়েন তরুণ এই ব্যাটার।
নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন নাজমুল হাসান শান্ত। তামিম আউট হওয়ার সময় বাংলাদেশের স্কোর ৯৩ এক উইকেটে।
লিটনও হাফসেঞ্চুরির দোঁড়গোড়ায়।
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকেই শূন্য রানে আউট হয়েছিলেন তামিম।
এরপর আরও ৭ ম্যাচে সুযোগ দেয়া হয়েছিলো তাকে; কিন্তু খোলস ছেড়ে বের হতেই পারছিলেন না তিনি। সর্বোচ্চ রান ১৬। এমন পরিস্থিতিতে তানজিদ তামিমকে বাদ দিয়ে বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজকে মেকশিফট ওপেনার হিসেবে খেলানোর দাবিও উঠেছিলো জোরালোভাবে।
কিন্তু টিম ম্যানেজমেন্ট তার ওপরই আস্থা রাখছিলো। শেষ পর্যন্ত সেই আস্থার প্রতিদান দিলেন তানজিদ হাসান তামিম।
ভারতের বিপক্ষে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে রীতিমত ঝড় তোলেন তানজিদ হাসান তামিম।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।