টংগুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধানের  যত কুকীর্তি 

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের  খানসামা উপজেলার টংগুয়া  আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতীশ চন্দ্র রায়ের বিরুদ্ধে যত কুকীর্তি সব লিখিত ভাবে তুলে ধরে  স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ ২৭ আগস্ট সাড়ে ১২টার সময়  সময় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ প্রদান করেন।
এর পূর্বে শত শত ছাত্র ছাত্রী ও অভিভাবকগণ প্রধান শিক্ষকের অপসারণের দাবি,  অর্ধ কোটি টাকা নিয়োগ বাণিজ্যের দুর্নীতি,স্কুলের নামে জমি কেনার কথা বলে রিজার্ভ ফান্ডের টাকা তুলে প্রধান শিক্ষক তার নিজ নামে স্কুলের মাঠের জমি লিখে নিয়ে ওই জমিতে বসতবাড়ি তৈরি করেন, এনটিআরসি নিয়োগ প্রাপ্ত নতুন  দুজন শিক্ষকের নিকট  থেকে এক লাখ  টাকা,শিক্ষক কর্মচারীদের বেতন আটকে হয়রানি ইত্যাদি সহ ১৪টি দাবি নিয়ে  নিয়ে ছাত্রদের স্লোগানের স্লোগানে মুখরিত হয় উপজেলা ক্যাম্পাস।
পরে  উপজেলা নির্বাহী অফিসার  তাজ উদ্দীন অভিযুক্ত প্রধান শিক্ষক সতীশ চন্দ্র রায়ের বিষয়ে তদন্তের জন্য একটি  পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেয়া হয়।  কমিটি আগামী ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত-পূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।