টংগুয়া বাজারের পানি নিষ্কাশন ড্রেনটি দুর্গন্ধ ছড়াচ্ছে-সংস্কার প্রয়োজন 

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া বাজার হতে ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিক পর্যন্ত ৬০০ ফুট দৈর্ঘ্য পানি নিষ্কাশন ড্রেনটি থেকে অসণীয় পচা দুর্গন্ধ ছড়ানোর কারণে মানুষ অস্বস্তিতে রয়েছে এবং অসুস্থ হয়ে পড়ছে।
ড্রেনটির পাশে জনগুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ইউনিয়ন ভূমি অফিস, মসজিদ,ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, শিশু কানন কিন্ডারগার্টেন স্কুল,দোকান সহ বসতবাড়ি রয়েছে। ড্রেনের পচা পানিতে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে।এই মশা-মাছি খাবারে বসে নানা ধরণের রোগ ব্যাধি ছড়াচ্ছে।
এছাড়াও ড্রেনটি রাস্তার পাশে হওয়া সত্তের ড্রেনটির  উপর কোনো ঢাকনার ব্যবস্থা নেই। ফলে যেকোনো সময় মানুষ ড্রেনটিতে পরে দুর্ঘটনার শিকার হতে পারে।  এলাকাবাসী অতি দ্রুত ড্রেনটি সংস্কার ও পরিষ্কারের  জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে।