আসাদ, ভোলা ॥ ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছে ,এই লালমোহন হবে টঙ্গিপাড়ার মত শেখ হাসিনার দুর্গ, নৌকার দুর্গ । এক জন নাগরিকের অধিকার হরণ করেছে মেজর হাফিজ । তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসার গম দিতেন বিএনপির ক্যাডাদের মাঝে। আজ দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে উঠান বৈঠকের প্রধান অতিথীর বক্তেব্যে এই কথা বলেন এমপি শাওন। এ সময় তিনি আরো বলেন, আমার যা কিছু আছে সারা জীবন লালমোহন তজুমদ্দিনের জন গনের জন্য সব ব্যায় করবো। এ সময় শাওন লালমোহন স্টুডেন ইউনিনের আয়োজনে বিনা মুল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ও আনন্দ র্যালীতে অংশ গ্রহন করেন।
এ সময় উপজেলা আওয়মীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সুম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, সম্পাদক শফিকুল ইসলাম বাদল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।