
অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর মাছিমপুর লাল মসজিদ এলাকায় অসহায়ত্বের সুযোগে প্রতিনিয়ত ভয়ভীতি দেখিয়ে আমির হোসেন ওরফে আমির পাগলা (৬০) এক স্কুল ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর আমির পাগলা গা ঢাকা দিয়েছে। এঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগীর মা আমেনা বেগম বাদী হয়ে টঙ্গী থানায় একটি মামলা করেন।
ধর্ষিতার মা আমেনা বেগম জানান, কর্মক্ষম স্বামী ও ছেলের মৃত্যুতে অসহায় হয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ওই বস্তিতে বসবাসের সুবাধে দিন মুজুরের কাজ করে আসছেন তিনি। তার মেজো মেয়ে কলাবাগান হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। আমির হোসেন প্রতিবেশী হওয়ার সুবাদে প্রায়ই আমাদের বাসায় আসা যাওয়া করত। গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ে স্কুলে যাওয়ার পর আর বাসায় ফিরে না আসায় তাকে খুঁজতে থাকি। এক পর্যায়ে জানতে পারি আমার মেয়েকে আমির পাগলা তুরাগ নদীর দিকে নিয়ে গেছে। আমিরের মুঠোফোনে যোগাযোগ করে মামলা মোকদ্দমার ভয় দেখালে ওই দিন সন্ধ্যায় আমার মেয়ে বাসায় ফিরে আসে। পরে আমার মেয়ের উপর পাশবিক নির্যাতনের বিষয় জানতে পারি।
নির্যাতিতা জানায়, গত মঙ্গলবার সকালে আমির হোসেন কলাবাগান রাস্তার মোড় থেকে তাকে ভয়ভীতি দেখিয়ে নৌকাযোগে নদী পাড় হয়ে সিএনজিযোগে একটি অপরিচিত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার মোবাইলে কে বা কারা কথা বলার পর বিষয়টি কাউকে জানালে আমাকে জীবনে মেরে ফেলবে এবং আমার পরিবারের লোকজনের ক্ষতি করবে বলে ভয়ভীতি ও হুমকি দিয়ে মহাখালী থেকে টঙ্গীর একটি বাসে তুলে দেয়। সে আরো জানায়, আমির হোসেন তার স্ত্রী রুবি আক্তারের (২৫) সহযোগীতায় তাকে ভয়ভীতি দেখিয়ে এরপূর্বেও বেশ কয়েকবার ধর্ষণ করেছে। বিষয়টি কারো নিকট প্রকাশ করলে আমাকে হত্যার হুমকি দেয়ার ভয়ে কারো কাছে প্রকাশ করিনি।
আমির হোসেনের ছেলে আলী হোসেন জানায়, আমি প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি প্রায় ৪০ বছর আগে আমার বাবা পাগল বেশ ধারণ করে। তখন থেকেই সে আমাদের উল্লেখিত ঠিকানায় ও বিভিন্ন মাজারে মাদক ব্যবসা চালিয়ে অবৈধ অর্থের মালিক হয়। তার হীন মনবাসনা পূরন করতে সে গরীব পরিবারের সুন্দরী মেয়ে বউদের টার্গেট করে। কিছুদিন তাদের সাথে ভালো সর্ম্পক স্থাপনসহ বিভিন্ন সময়ে আর্থিক সহযোগীতা করে ওই পরিবারের মেয়ে বা বউকে ফুসলিয়ে বিয়ে করে। এভাবে সে এ পর্যন্ত প্রায়ই ৮৩ টি বিয়ে করেছে তাদের মধ্যে ৫/৬ জনের বয়স ১২-১৪ বৎসরের মধ্যে হবে বলে আমি শুনতে পেরেছি। পরে ১/২ মাস পর তার অনৈতিক বাসনা মিটে গেলে ভয়ভীতি ও মারপিট করে ঐসব বউদের বাসা থেকে তাড়িয়ে দিত। সে টঙ্গী থানার একটি হত্যা মামলার প্রধান আসামী। আমি আমার বাবা বলে নয় একজন অপরাধী হিসেবে আমির হোসেন ওরফে আমির পাগলার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি।
এব্যাপারে টঙ্গী থানার এস আই চন্দন দে’র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে মামলা হয়েছে এবং আসামীকে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।