
মোঃরবিউল ইসলাম,টঙ্গী!! গাজীপুরের টঙ্গীতে শীর্ষ সন্ত্রাসী সজিবকে (২৫) অস্ত্র, বোমাসহ আটক করেছে টঙ্গী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি রামদা ও একটি হাত বোমা উদ্ধার করে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আউচপাড়া মোক্তার বাড়ি রোডের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। শীর্ষ সন্ত্রাসী সজিব গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকার মোজাফফরের ছেলে। এব্যপারে টঙ্গী থানায় মামলা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, সজিব একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাদিক অভিযোগ রয়েছে। এলাকাবাসি তার অত্যাচারে অতিষ্ঠ। দীর্ঘদিন যাবত আউচপাড়া এলাকায় বাড়িওলা ও দোকানের মালিকদের কাছ থেকে স্থানীয় সরকার দলীয় নেতাদের ছত্রছায়ায় ও অস্ত্রে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। গত কয়েকদিন আগে স্থানীয় ঠিকাদার মোতালেব মিয়ার কাছ থেকে জোড়পূর্বক মটরসাইকেল নিয়ে যায় এবং মটরসাইকেল এর বিনিময়ে চাঁদা দাবি করেন। পরে এলাকাবাসি মঙ্গলবার সকালে কৌশলে সজিবকে আটক করে মারধরের পর একটি রামদা ও একটি হাত বোমাসহ পুলিশের কাছে ছোপর্দ করে।
টঙ্গী থানার ওসি তদন্ত হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে দ্রæত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।