টঙ্গীতে আখেরি মোনাজাতে মধ্য দিয়ে জোড় ইজতেমা শেষ

এস.এম.মনির হোসেন জীবন : আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত ৪দিনের জোড় ইজতেমা। সোমবার বিকেলে আসরের নামাজের পর কাকরাইল জামে মসজিদের পেশ ঈমাম ও ইজতেমার সূরা সদস্য বাংলাদেশের মাওলানা মোহাম্মদ যোবায়ের হাসান জোড় ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন। সারা বিশ^ মুসলিম জাহানের সুখ, শান্তি, অগ্রগতি, কল্যান, ভ্রাতিত্ববোধ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় প্রায় পৌনে দুই লাখ মুসল্লি ও টঙ্গী-গাজীপুর সহ আশপাশের ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী মো: গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার বাদ ফজর মাওলানা রবিউল হকের আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা। বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে পাঁচদিনের জোড় ইজতেমার আয়োজন করা হয়।

এবারও পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা হওয়ার কথা থাকলেও তা চার দিনব্যাপী হয়েছে। সোমবার আসরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে এবারের জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা।

তিনি আরও জানান, এবার জোড় ইজতেমায় দেশের বিভিন্ন অ ল থেকে প্রায় পৌনে দুই লাখ মুসল্লি অংশ নেন। সুন্দর ও সফলভাবে এবার জোড় ইজতেমা শেষ হয়েছে।