টঙ্গীতে আনসার সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্বার; হত্যা না আত্মহত্যা

এস.এম.মনির হোসেন জীবনঃ গাজীপুর মহানগরীর শিল্পনগরী টঙ্গীতে এক আনসার সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। নিহত আনসার সদস্যের নাম জুনায়েদ আহমেদ (২৪)। তিনি টঙ্গীর মুরকুন এলাকার জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। খবর পেয়ে পুলিশ রাতে নিহত আনসার সদস্য জুনায়েদ এর মরদেহটি উদ্বার করে। পরে আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে টঙ্গীর মরকুন এলাকায় এঘটনা ঘটে।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টঙ্গী মডেল থানার এসআই আশরাফুল ইসলা জানান, শনিবার দিবাগত রাত ১০টার দিকে আনসার সদস্য জুনায়েদ আহমেদ (২৪) পোশাক পরিহিত অবস্থায় তার কর্মস্থল টঙ্গীর মরকুনে জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে দায়িত্ব পালন করছিলেন। রাত ১১টার দিকে তিনি প্রকৃতির ডাকে বাহিরে বের হয়ে গুদামের টয়লেটে যান। এ সময় সেখানে একটি গুলির শব্দ শুনতে পায় তার সহকর্মীরা। পরে সহকর্মীরা সেখানে গিয়ে জুনায়েদের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে টঙ্গী থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে জুনায়েদ আহমেদকে উদ্বার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
তিনি আরো জানান, জুনায়েদ নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর এবিষয়ে বিস্তারিত জানা যাবে। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় টঙ্গী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।