
এস,এম মনির হোসেন জীবন : গাজীপুরের টঙ্গীতে নামে বেনামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক খাদ্য অধিপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে শ্বশুরের ২কোটি টাকার সম্পদ আত্মসাৎ করতে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ করেছে বিধবা শ্বাশুড়ি ও তার সন্তানরা। গতকাল টঙ্গী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সিলেট আ লিক সহকারী খাদ্য কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান দুর্নীতির মাধ্যমে টঙ্গীতে নামে বেনামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেন। তার অবৈধ অর্থ ও ক্ষমতার জোরে এখন টঙ্গীতে শ্বশুরের রেখে যাওয়া বাড়িটিও আত্মসাৎ করে বিধবা শ্বাশুড়ি ও তার সন্তানদেরকে উচ্ছেদের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থ আর বিত্তের লোভে অন্ধ ঐ খাদ্য কর্মকর্তা দীর্ঘদিন ধরে তার শ্বাশুড়ি মাহফুজা বেগম এবং তাঁর দুই ছেলে আবুল বাশার ও আবু সাঈদকে তাদের পৈত্রিক বাড়িটি লিখে দিতে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছিল। তারা বাড়িটি লিখে না দেওয়ায় ওই খাদ্য কর্মকর্তা আনিসুজ্জামান মৃত শ্বশুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে স্ত্রীকে বাদী করে মিথ্যা মামলা দায়ের করে এবং একের পর এক হুমকিসহ নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এব্যাপারে খাদিজা আক্তার বিনা বাদী হয়ে টঙ্গী থানায় একটি সাধারণ ডায়রী করেন (যার নং-১৪০, তাং-০৩/০৯/২০১৬ইং)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ভুক্তভোগী পরিবারের সদস্য খাদিজা আক্তার বিনা হয়রানির বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহম্মেদ, সাবেক কাউন্সিলর ফিরোজা বেগম, বিনার ভাই আবু সাঈদ, মা মাহফুজা বেগম ও নাদিম হোসেন খান প্রমুখ।