টঙ্গীতে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা

গাজীপুর

গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে দেলোয়ার হোসেন (৩০) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টঙ্গীর এরশাদনগরে এ ঘটনা ঘটে। দেলোয়ার টঙ্গীর এরশাদনগরের ৪ নম্বর ব্লকের বাসিন্দা।

টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বলেন, মালয়েশিয়াপ্রবাসী দেলোয়ার দুই মাস আগে দেশে আসেন। পূর্বশত্রুতার জেরে সকালে টঙ্গীর ‘শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হোসেন’ দলবল নিয়ে দেলোয়ারের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা দেলোয়ারকে কুপিয়ে মারাত্মক আহত করে । স্থানীয়রা তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।