
টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে টঙ্গী সরকারী কলেজে নবীন বরণ অনুষ্ঠান কে কেন্দ্র করে ছাত্র লীগের দু-গ্রুপের সংঘষ হয়েছে। এতে আহত হয়েছে বাংলা অর্নাস ৩য় বর্ষের রফিকুল ইসলাম রাসেল (২২), অর্থনীতিতে মাস্টার্স আমিনুর রহমান (২৪), অর্থনীতি বিভাগের জামিল, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের আষীশ, একাদশ শ্রেনীর হাজারী, বিএসসির সাইফুল, রফিকুল ইসলাম সহ আরো অনেকেই। সূত্র জানা যায়, আহত শিক্ষার্থীতের বরাতে গতকাল মঙ্গলবার সকাল এগার’টায় প্রতিটি ডিপাটমেন্টের বিভাগীয় প্রধান ছাত্ররা ২০১৫-১৬ অর্থ বছরের নবীন বরণের অনুষ্ঠানের শুভেচ্ছা জ্ঞাপনকালে টঙ্গী কলেজের ছাত্র লীগ এর সাধারণ সম্পাদক রেজাউল করিম, ফরহাদ জানায় তোরা কারা, বড় ভাইদেরনা জানিয়ে কি অনুষ্ঠানের আয়োজন করতেছ। আমরাই এই কলেজের সব, তোমরা বহিরাগত। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ছাত্র লীগ ও কলেজের সাধারণ ছাত্রদের মধ্যে সংঘষ বেধে যায়, ঘটনাস্থলে ছাত্র লীগ এর সভাপতি কাজী মঞ্জুর আপোষ মীমাংসা করে দিলেও রেজাউল করিম তাতে অসম্মত হয়ে পাল্টা আক্রমন করে। কথিত আরো দশ-বারো’জন নিয়ে কলেজ ছাত্রদের এলোপাথারী ভাবে কিল লাথিঘুষি দিয়ে হাতে-পায়ে, বুকে, পিঠে, মাথায় গুরত্বর আঘাত করে। অন্যান্য ছাত্ররা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন। এ বিষয়ে রেজাউল করিমের বক্তব্য নিলে তিনি উক্ত ঘটনার অস্বৃকীতি জানিয়ে বলেন, এ রকম ঘটনা প্রতিদিনিই দশ-বারোটা ঘটে এ আর এমন কি ? টঙ্গী সরকারী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, এব্যপারে আমি তেমন কিছুই জানিনা। তবে শুনতে পেরেছি বাংলার একটা ছেলেকে কারা যেনে মারধর করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। টঙ্গী মডেল থানার ওসি মোঃ ফিরোজ তালুকদার বলেন, যদি তারা এব্যপারে কোন অভিযোগ করে তাহলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।