
অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী পাগাড় টেকপাড়া এলাকায় দু’তলা ভবনের ছাদ থেকে পড়ে উদয় (৫) নামের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসী জানায়, ঘটনারদিন মঙ্গলবার বিকালে স্থানীয় বিবিমরিয়ম স্কুলের প্লে-শ্রেণির ছাত্র উদয় তাদের ভাড়া বাড়ির ছাদে খেলা করছিল। এসময় র্যালিং না থাকায় হঠাৎ সে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর আবেদা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয়। নিহত উদয় শেরপুর জেলার নালিতাবাড়ি থানার বারমারি গ্রামের মো. আলমের ছেলে। উদয় তার মা-বাবার সাথে টেকপাড়ার উকিলের বাড়ির পাশে ফারুক ভেন্ডারের বাড়িতে ভাড়া বাসায় থাকতো।