টঙ্গীতে জঙ্গি ও মাদকবিরোধী চিরুনী অভিযান,নারীসহ আটক-১০

রবিউল ইসলাম, টঙ্গী॥ গাজীপুরের টঙ্গীর পনেরটি ওয়ার্ডে একযোগে জঙ্গি ও মাদকবিরোধী চিরুনী অভিযান অভিযানে দুই মহিলাসহ ১০ জনকে আটক করা হয়েছে। আটক দুই মহিলার নিকট থেকে বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টঙ্গীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় গাজীপুর জেলা পুলিশ।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সাখাওয়াৎ হোসেন জানান, অভিযানে বিপুল পরিমান জিহাদী বইসহ দুই মহিলা, ছুরিসহ এক জনকে এবং ৭ মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়েছে। তাৎক্ষনিক ভাবে আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায় নি।
এর আগে এক ব্রিফিংয়ে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, টঙ্গী রাজধানী ঢাকার পাশ^বর্তী হওয়ায় এখানে জঙ্গী, মাদক ব্যবসায়ি, সন্ত্রাসী, বিভিন্ন মামলার পলাতক আসামি অবস্থান থাকতে পারে। সে লক্ষে টঙ্গীর পনেরটি ওয়ার্ডকে ৬০টি ভাগে বিভক্ত করে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে গাজীপুর জেলা পুলিশের ৫০০ সদস্য অংশ নিচ্ছেন। পুলিশ সুপার আরো জানান, এ সব এলাকার যেসব বাড়িতে বাড়ির মালিকরা থাকেন না সেখানে কারা, কতদিন ধরে অবস্থান করছেন, তাদের পেশা কি এসব বিষয় মাথায় রেখে একযোগে তল্লাশী অভিযান চালানো হচ্ছে। এ অভিযান পর্যায়ক্রমে পুরো জেলায় অব্যহত থাকবে।