টঙ্গীতে জমিয়তে আশেকানে মাইজভান্ডারীর মহান জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী পালিত

এস.এম মনির হোসেন জীবন ঃ আওলাদে রসুল (দ:) গাউছে জামান শাহছুফী মওলানা সৈয়দ বদরুদ্দোজা মাইজভান্ডারীর শাহজাদা, আওলাদে রসুল (দ:) হাদীয়ে জামান ডা: আল্লামা সৈয়দ মিশকাতুন নুর মাইজভান্ডারীর নেতৃত্বে মহান জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবীর র‌্যালী উত্তরা হ্উাজ বিল্ডিং থেকে শুরু হয়ে টঙ্গীর চেরাগআলী স্কুইব রোডে মাইজভান্ডারীর কার্যালয়ে গিয়ে মিলাদ ও মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ সবান্ধবে জুলুছে শরীক হন।

আওলাদে রসুল তার বক্তব্যে বলেন, যারা নবীকে জন্ম থেকে নবী মানে না তাদের মনে নবীর সত্যিকারে প্রেম থাকতে পারে না। তিনি কোরআন এর কিছু আয়াতের ও ব্যখ্যা করেন যেমন-আমি আপনাকে বিশ্ব-জগতের প্রতি কেবল রহমতরূপে প্রেরণ করেছি (সূরা আম্বিয়া, আয়াত-১০৭)।

হে নবী বলুন (আপনার আর্ভিবাব) আল্লাহর বিশেষ অনুগ্রহ ও করুনামাত্র। সুতরাং তাঁর (মহানবীর) আগমনে তারা যেন অধিক খুশি উদযাপন (জুলুছ) করে, এটা কল্যাণকর। যা তারা সহ্চয় করে। (সূরা ইউনুস, আয়াত-৫৮)। নিশ্চয়ই আল্লাহ এবং তাঁর ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমারও তার প্রতি দরুদ এবং যথাযথভাবে সালাম পাঠ কর। (সূরা আইবা, আয়াত-৫৬)। পরিশেষে সমগ্র পৃথিবী মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া বিশেষ দোয়া করা হয়।