এস,এম মনির হোসেন জীবন : গাজীপুর মহানগরী শিল্পনগরী টঙ্গীতে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে জিন্স প্যান্ট ও নীল গেঞ্জি । আজ শুক্রবার সকালে টঙ্গীর তিস্তার গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির (ইনচার্জ )এসআই মো. সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ শুক্রবার সকাল ৮টার দিকে টঙ্গীর তিস্তার গেট এলাকায় ট্রেনের ছাদ থেকে ওই যুবক পড়ে যায়। তার মাথায় পাথর খন্ড ঢুকে গিয়েছিল।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. পারভেজ হোসেন জানান, স্থানীয়রা ওই যুবককে আজ সকাল সাড়ে ৮টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জিআরপি থানায় একটি মামলা হয়েছে।