নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জেলার টঙ্গীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেল রুটের টঙ্গীর মধুমিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও বিস্কুট রঙের পাঞ্জাবি রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী জংশন ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, মধুমিতা এলাকায় দেওতলা মসজিদ থেকে ওই ব্যক্তি নামাজ পড়ে বের হন। পরে সকাল পৌনে ৭টার দিকে মসজিদের কাছে রেললাইন পার হওয়ার সময় অজ্ঞাত ট্রেনের ধাক্কায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।