
রবিউল ইসলাম, টঙ্গী: গাজীপুরের টঙ্গীর বনমালা রেল গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১৬) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার পরনে কালো প্যান্ট ও সাদা শার্ট রয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম স্থানীয় লোকজনের বরাত দিয়ে প্রতিদিনের সংবাদকে জানান, সকালে বনমালা এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে মারা গেছে সে। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেন।