টঙ্গীতে ডাকাত দলের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর নগরীর টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দেশী-বিদেশী অস্ত্র ও রিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়। শনিবার রাতে স্থানীয় আরিচপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর এলাকায় কতিপয় অস্ত্রধারী ডাকাত অস্ত্রে-স্বস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর এলাকার জনৈক বাপ্পীর অফিস কক্ষে অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানের সময় ডাকাত ও মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম বাপ্পি @ পিস্তল বাপ্পি (২৭), নূও হোসেন সাগর (২১), সোহেল হাওলাদার (৩৫) ও হিরা মিয়া (২৪) কে গ্রেফতার করতে পারলেও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী ২/৩ জন পালিয়ে যায়।

এসময় ধৃতদেও হেফাজত থেকে ও অফিস কক্ষে তল্লাশী চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১ টি পিস্তল সাদৃশ্য লাইটার, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি ছোরা, ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল, ১৪’শ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি ল্যাপটপ, ৮ টি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ৬’শ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, পিস্তল বাপ্পি টঙ্গী এলাকার একজন মাদক স¤্রাট। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত টঙ্গী ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, সাধারণ মানুয়ের সম্পত্তি জবর দখলসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। পিস্তল বাপ্পি’সহ তার সহযোগীদের গ্রেফতার করায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

টঙ্গী পূর্ব থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রজু শেষে রবিবার গ্রেফতারকৃতদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।