টঙ্গীতে দুই অপহরণ ঘটনা ॥ সাত অপহরণকারী গ্রেফতার

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি টঙ্গীতে পৃথক দুটি অপহরণ ঘটনায় ব্যবসায়ী আনিসুর রহমান (৪০) ও মোবাইল শোরুমের সেলসম্যান রাহাত ইসলাম রাব্বিকে (২১) উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনার সাথে জড়িত অপহরণকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকতৃরা হলো সীমা বেগম (৪০), আশা আক্তার এ্যানী (৩২), সীমার স্বামী হুমায়ুন (৫২), মো. হোসেন (১৯), মো. বিপ্লব (২৪), মো. জাকির (২২), শাহীন মিয়া (২০) ও মৃদুল (২৫)। এঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।

অপহৃতের মা মাকসুদা বেগম জানান, রাব্বি টঙ্গী বাজারস্থ সিম্ফুনি মোবাইল কোম্পানীর শোরুমে সেলসম্যান হিসেবে বেশ কয়েক বছর যাবত চাকরি করে আসছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টাকায় শোরুম থেকে বের হয়ে জয়দেবপুরের বাসায় যাচ্ছিল। তাকে বহনকারী রিকশাটি চেরাগআলী বাসষ্ট্যান্ড এলাকায় পৌছলে সন্ত্রাসী বিপ্লবের নেতৃত্বে হোসেন, জাকির, শাহীন ও মৃদুল তাকে ধরে বেঙ্গলের মাঠ বস্তির কবরস্থানে নিয়ে ক্ষুর ও ব্লেড দিয়ে এলোপাথারি পোচিয়ে হাত, গলা ও গালসহ শরীরের বিভিন্নস্থানে ক্ষতের সৃষ্টি করে এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়।

একপর্যায়ে অপহরণকারীরা রাব্বির স্বজনদের কাছে ২৫হাজার টাকা মুক্তিপণ দাবি করে অন্যথায় তাকে মেরে ৪৬ টুকরা করা হবে বলে জানায়। পরে তার স্বজনরা মুক্তিপণের টাকা নিয়ে অপহরণকারীদের সাথে দেখা করতে চাইলে তারা কখনো এরশাদনগর, কখনো খাঁ-পাড়, কখনো দত্তপাড়া, কখনো কলাবাগান বস্তিতে আছে বলে রাত তিনটা পর্যন্ত ঘুরাতে থাকে। একপর্যায়ে টঙ্গী থানা পুলিশে খবর দিলে থানার এসআই আশরাফুল ইসলামসহ একদল পুলিশ বেঙ্গলের মাঠ কবরস্থান এলাকা থেকে ভোর ৪টার দিকে রাব্বিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

পরে তার দেয়া তথ্যমতে অপহরণকারী দলের প্রধান সন্ত্রাসী বিপ্লব, মৃদুল ও জাকিরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এঘটনায় গতকাল শনিবার রাব্বির মা মাকসুদা বেগম বাদী হয়ে টঙ্গী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপরদিকে গত শনিবার সকালে ডিবি পরিচয়ে ৪-৫জন দুর্বৃত্ত্ব টঙ্গীর স্টেশনরোড বাসষ্ট্যান্ড এলাকা থেকে পলিথিন ব্যবসায়ী আনিসুর রহমানকে একটি মাইক্রোতে তুলে নিয়ে যায়। পরে তাকে অপহরণকারী চক্রের হোতা সীমার আরিচপুরের বাসায় নিয়ে বেধড়ক মারধর করে তার কাছে থাকা এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে ৫০ হাজার টাকা তুলে নেয়। মুঠোফোনে তার স্বজনদের মাধ্যমে আরও ২ লাখ ২০ হাজার টাকার চেক নিয়ে একটি লিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়। খবর পেয়ে তার স্বজনরা উদ্ধার করে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় লিখিত অভিযোগ করলে টঙ্গী থানা পুলিশ গতকাল রোববার অপহরণকারীদের বাসায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।