টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ তিন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর নগরীর টঙ্গী রেলওয়ে জংশন এলাকা থেকে নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ তিন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আজ শনিবার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

জানা যায়, টঙ্গী বাজার হাজী মার্কেটের ফল ব্যবসায়ী ফজল মিয়া গতকাল শুক্রবার ভোরে মালামাল ক্রয়ের কাজে ঢাকা বাদামতলির উদ্দেশ্যে রওনা দেন। আব্দুল্লাপুর থেকে বাসে উঠতে রিক্সাযোগে যাওয়ার পথে রিক্সাটি টঙ্গী বাজার ব্রীজের পূর্ব পাশে ডালে পৌছালে ছিনতাইকারী চক্রের ওই তিন রিক্সা থামিয়ে চাপাতি, সুইচগিয়ার মুখে জিম্মি করে ব্যবসায়ীর সাথে থাকা নগদ ১লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

এসময় ব্যবসায়ী বাধা দিলে তাকে মারধর করে। পরে ফল ব্যবসায়ী ফজল মিয়া টঙ্গী পূর্ব থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে টঙ্গী রেলষ্টেশনের পিছনে নিউ ভাই ভাই হোটেলের ৫ম তলায় অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর কাপাসিয়া থানার ভাবেরচালা গ্রামের বাদল মিয়ার ছেলে এমরান (২৬), টঙ্গী পশ্চিম থানা চেরাগআলী মোঃ নুরু মিয়ার ছেলে মোঃ মনির (২৫) ও কুমিল্লা হোমনা থানার কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে দ্বীন ইসলাম (২৫)।

তারা তিনজন দির্ঘদিন ব্যাংক মাঠবস্তিতে বাস করে টঙ্গীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিলো। এ সময় হোটেলের কক্ষে তল্লাশী চালিয়ে দুইটি চাপাতি, একটি সুইচগিয়ার চাকু ও লুন্ঠিত ১ লাখ টাকার ৩২ হাজার টাকা জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে আজ শনিবার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

এবষিয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে রেলওয়ে জংশন এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের চক্রের অন্য সদস্যরা আত্মগোপনে রয়েছে। তাদেরও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।