
রবিউল ইসলাম, টঙ্গীঃ গাজীপুরের টঙ্গীতে ধর্ষণের অভিযোগে মো. শহিদ (৩২) নামে এক জনকে গ্রেফতার করেছে টঙ্গী থানা পুলিশ। তিনি নিটল টাটা টঙ্গী অফিসের জনসম্পদ বিভাগের কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় মিলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বেশ কিছুদিন পূর্বে ওই কর্মকর্তা চাকরির প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করে। ওই কিশোরী টঙ্গী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী থানার এসআই আশরাফুল ইসলাম মিলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে টঙ্গী থানার এসআই আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, থানায় ধর্ষণের মামলা থাকায় শহিদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।