রবিউল ইসলাম ও আবু ছালেহ মুছা বাবু, টঙ্গী ॥
মানিকগঞ্জে সড়ক ঘটনার মামলায় ট্রাক ড্রাইভারের ফাঁসি ও যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে এবং বাসচালকের নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে ধর্মঘট পালন করেন ট্রাক পরিবহণ শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে গাজীপুর জেলা ট্রাক ও কভারভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ধর্মঘট পালন করেন। এতে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী, এ্যাম্বুলেন্স, বিয়ের গাড়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ধর্মঘট চলাকালে শ্রমিকরা বেশ কিছু পরিবহণ ভাংচুর ও টায়ারে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে নিতে ব্যর্থ হয়।
আদালতের রায়কে উপেক্ষা করে ধর্মঘট, ভাংচুর, অগ্নিসংযোগ ও কর্মবিরতি পালন করায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলেন, এই সিদ্ধান্ত আদালত অবমাননার শামিল। সরকার এবং বিচার বিভাগকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান তাদের। এসময় শ্রমিকরা প্রতিটি গাড়ি থেকে ৫০ থেকে ৭০টাকা চাঁদা দিতে দেখা গেছে। গাজীপুর জেলা ট্রাক ও কভারভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম মিয়া বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় টঙ্গীতেও আমরা পরিবহণ ধর্মঘটন পালন করেছি। তবে আমরা কোন পরিবহন ভাংচুর ও চাঁদা নেইনি।


