টঙ্গীতে পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুললো ডা. বন্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে জান্নাতুল ফেরদৌস বন্যা (৩৫) নামে এক গৃহবধু স্বামী ও তার পরিবারের লোকজনের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। স্থানীয় মাছিমপুর এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর হাসপাতালে ডাক্তার স্ত্রীর লাশ রেখে স্বামী সবুজ মিয়া পালিয়ে গেছে। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে করছেন এলাকাবাসি। আত্মহননকারী বন্যা টঙ্গী হোসেন মার্কেট সালামত উল্লাহ রোড এলাকার মৃত আব্দুল জব্বার মোল্লা ও হালিমা খাতুন দম্পতির মেয়ে। তিনি স্বামীর সাথে মাছিমপুর এলাকায় বাস করতেন এবং সদ্য এমবিবিএস পাশ করে একটি পোশাক কারখানায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) অহিদ মিয়া জানান, বেশ কিছুদিন যাবৎ স্বামী সবুজ ও তার পরিবারের লোকজনের সাথে অর্থবিত্তসহ সাংসারিক নানা বিষয় নিয়ে কলহ চলছিলো বন্যার। এ নিয়ে প্রায়ই তাদের সাথে কথা কাটাকাটি ও ঝগড়া বিবাদ হতো। একই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় ফের স্বামীসহ অন্যদের সাথে বিবাদ হয় বন্যার। এতে তার মনে অভিমান ও তীব্র ক্ষোভ দানা বাঁধে। এরই জের ধরে সে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে স্বামী সবুজসহ আশপাশের লোকজন শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থা থেকে বন্যাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।