টঙ্গীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার ভোররাতে টঙ্গীর নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

নিহত মাদক ব্যবসায়ীর নাম রনি ওরফে বস্তি রনি (২৮)। তিনি এরশাদ নগর এলাকার হাফিজ মিয়ার ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই ওমর ফারুক ও এএসআই আনোয়ার হোসেন।

টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, রনিকে গ্রেপ্তারের পর নিমতলী এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা এবং গুলি ছুঁড়ে তাকে (রনিকে) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে রনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় পুলিশের এএসআই ওমর ফারুক এবং এএসআই আনোয়ার হোসেন আহত হন।

ওসি আরো জানান, রনির বিরুদ্ধে মাদক ও হত্যাসহ ১৩/১৪টি মামলা রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।