
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে পূর্ব বিরোধের জেরে পুলিশের সোর্সসহ দুই যুবককে কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে। স্থানীয় পাগাড় ঝিনু মার্কেট এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
এতে পুলিশের সোর্স জীবন (২৫) ও রোমান (২০) গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরতর আহত রোমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসি ও ভুক্তভোগি সুত্রে জানা যায়, বিভিন্ন বিষয়াদি নিয়ে ওই এলাকার বখাটে যুবক সবুজ, গাড়তেরা সজল, কুট্টি ফয়সালসহ কতিপয় যুবকের সাথে সোর্স জীবনের দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এই জের ধরে রাত সাড়ে ৮টার দিকে জীবন ও তার সহযোগি রোমান পাগাড় ঝিনু মার্কেট ১০তলা ভবন এলাকায় যায়। এসময় ওই বখাটে যুবকদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে সবুজসহ তার সহযোগিরা জীবন ও রোমানকে এলাপাথারী কুপিয়ে চলে যায়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে উভয়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রোমানের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিন) হাসিবুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।