টঙ্গীতে প্রিন্টিং কারখানায় আগুন

রবিউল ইসলাম টঙ্গী॥
গাজীপুরের টঙ্গী বাজার আনারকলি রোডে অবস্থিত কে এন্টার প্রাইজ নামে একটি প্রিন্টিং কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় দুই আহত হয়েছে। আহতরা হলেন মো. রনি (২৫), মো. রকি (১৭)।
টঙ্গী ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, বুধবার সকালে প্রিন্টিং কারখানায় আগুন লাগার খবর পেয়ে  ফায়ার সার্ভিসের  তিনটি ইউনিট  এক ঘন্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে দুই আহত হয়েছেন। আহতের টঙ্গী সরকারি হাসপাতের চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এব্যপারে ওই কারখানার গ্রাফিক্স ডিজাইনার সফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টায় কারখানায় আগুন লাগে। আগুনে চারটি মেশিনসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
টঙ্গীতে জুতা কারখানায় আগুন
রবিউল ইসলাম টঙ্গী॥
গাজীপুরের টঙ্গীর তিলার গাতি এলাকায় রয়েল সুজ নামে একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত। প্রাথমিক ক্ষয়ক্ষতির কোন খবর পাওয় যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,  রাত সাড়ে ৯টায় তিলার গাতি এলাকায় রয়েল সুজ কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থলে প্রথমে টঙ্গী থেকে তিনটি ইউনিট, উত্তরা থেকে দুইটি ইউনিট এবং গাজীপুর থেকে দুইটি ইফনিটসহ সাতটি ইউনিট কাজ করছে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত হয়নি। আগুনে জুতা ও জুতার মালামাল পুড়ে গেছে।