
এস,এম মনির হোসেন জীবন ঃ গাজীপুরের টঙ্গী মডেল থানা গেইটের সামনে এনা পরিবহণ, একুশ এক্সপ্রেস পরিবহন, ড্রিমল্যান্ড বাস কাউন্টারে সন্ত্রাসী হামলার,লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা কাউন্টারের মালিক মোঃ রিপন ভূঁইয়াকে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় রিপন ভূঁইয়াকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সন্ত্রাসীরা এসময় কাউন্টারে থাকা ৬৭হাজার ৩৮০ টাকা, ২টি মোবাইলসেটসহ কাউন্টারের ভাংচুর করে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
আজ বুধবার সকালে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন টঙ্গী মডেল থানা গেইটের সামনে এ হামলার ঘটনাটি ঘটে।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, আজ বুধবার সকাল ১০টার দিকে টঙ্গী মডেল থানা গেইটের সামনে এনা পরিবহণ, একুশ এক্সপ্রেস পরিবহন, ড্রিমল্যান্ড বাস কাউন্টারে সুমন মিয়া, সোহাগ, আব্দুল মান্নান ও হেদায়েতের নেতৃত্বে ৫/৬ জনের একদল সন্ত্রাসী চাঁদা আনতে যায়। তখন এনা পরিবহণ, একুশ এক্সপ্রেস পরিবহন, ড্রিমল্যান্ড বাস কাউন্টারের ম্যানেজার ও শ্রমিকরা তাদেরকে চাঁদার টাকা দিতে অপারগতা জানায়। তখন ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী দল পূর্ব পরিকল্পিতভাবে বাস কাউন্টারে সন্ত্রাসী হামলার, লুটপাট ও ভাংচুর চালালে এ ঘটনা ঘটে। এব্যাপারে সন্ত্রাসী সুমন মিয়া, সোহাগ মিয়া, আব্দুল মান্নান ও হেদায়েত এর বিরুদ্ধে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে রিপন ভূঁইয়ার কাছে চাঁদা দাবী করে আসছে। দাবীকৃত চাঁদা না দিলে তাকে ব্যবসা করতে দিবে না বলে হুমকি ও ভয়ভীতি প্রদান করে। জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৮ আগস্ট টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যাহার নং-১৪৯৩।