টঙ্গীতে বিএনপির নেতাকর্মী আটক

অমল ঘোষ, টঙ্গী-গাজীপুর :  টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মো. শামিম ওরুফে ভাইস্তা শামিম ও কয়েকজন বিএনপি নেতাকর্মীকে গাড়ী ভাংচুরসহ বিভিন্ন মামলায় আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মো. শামিম ওরুফে ভাইস্তা শামিমকে তার নিজ বাড়ির সামনে থেকে আটক করা হয়। তার আটকের খবর পেয়ে আশপাশের লোকজনসহ তার সহযোগীরা পুলিশের সাথে ধস্তাধস্তি করে। এতে টঙ্গী পূর্ব থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জাহিদ আহত হয়। পরে আরো কয়েক জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এ ঘটনার জেরে একই দিন সন্ধ্যায় টঙ্গী ষ্টেশনরোড এলাকায় টঙ্গী টু কালিগঞ্জ মহাসড়কে পার্শ্বে সানোফি ওষুধ কোম্পানীর সামনে কে.টি.এল নামে একটি যাত্রীবাহী বাস ( নং ঢাকা মেট্রো-ছ-১১-১৭৫৬) ভাংচুর করে বিএনপির নেতাকর্মিরা। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো মো. জুয়েল রানা (২৯), মো. সুজন (২৭), মো. লিজু (১৮), মো. ইয়াছিন আরাফাত (২৯), মো. হৃদয় (১৮), মো. সজল (২২)। এ মামলায় মো. সালাউদ্দিন সরকার, ডাঃ নাজিম উদ্দিন সরকার ও সাহাজ উদ্দিনকে পলাতক আসামী করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে গতকাল শনিবার আটককৃতদের গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মো. শামিম ওরুফে ভাইস্তা শামিমের বিরুদ্ধে থানায় একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।