টঙ্গীতে বিদেশী পিস্তল-গুলিসহ ২ জন আটক

আটক

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর পাগার এলাকা থেকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, তিন রাউন্ড গুলির খোসা ও একটি ম্যাগজিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার ভোর ৪টার দিকে পাগাড় টি আলী মার্কেট এলাকার থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো- টাঙ্গাইলের মোঃ রাসেল (২৫) ও নরসিংদীর মোঃ দিপু (১৪)।
সূত্রে জানা যায়, পুলিশ টঙ্গীর নতুন বাজার অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাগার টি আলী মার্কেটে এলাকায় প্রিয়া ডিজিটাল ষ্টুডিওর সামনে তারা অস্ত্র-সস্ত্র নিয়ে অবস্থান করছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাথারী ভাবে গুলি ছুড়তে থাকে। পরে পুলিশ একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ তাদের আটক করে।
এলাকাবাসি জানায়, মনে হয় তারা কোথাও ডাকাতি করা জন্য এখানে জরো হয়েছিল। তবে পুলিশের টের পেয়ে পালানোর সময় পুলিশকে উদ্ধেশ্যে এলোপাথারী গুলি ছুড়তে থাকে।
এব্যপারে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ তালুকদার জানান, তাদের অনেক বড় টিম আছে। তাদের ধরার জন্য আমাদের অভিযান অভ্যাহত রয়েছে।