টঙ্গীতে ভাইয়ের হাতে ভাই খুন ॥ ঘাতক ভাই আটক

এস.এম মনির হোসেন জীবন : গাজীপুরের টঙ্গীতে ইয়াসিন (২৭) নামে এক ব্যবসায়ীকে তার আপন চাচাতো ভাই ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় হত্যাকান্ডে বাধা দিলে ইয়াসিনের স্ত্রী রাবেয়া আক্তারকে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ ঘাতক আবু বকরকে (২৫) গ্রেফতার করেছে। নিহত ইয়াসিন মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার নূরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী বাজার এলাকায় ভাড়া থাকতেন। ঘাতক আবু বকরের বাড়িও মুন্সিগঞ্জে। তার পিতার নাম নূরুল আমিন।
আজ রোববার ভোররাতে টঙ্গী বাজার এলাকার শফিকুল ইসলামের ভাড়াটিয়া বাড়িতে এহত্যাকান্ডের এ ঘটনাটি ঘটে।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের ভাই শহিদুল ইসলাম জানান, ইয়াসিন পরিবার নিয়ে প্রায় ২০ বছর ধরে টঙ্গীতে বসবাস করছেন। টঙ্গী বাজারে তার মুদি ব্যবসা রয়েছে। চাচা নূরুল আমিনের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। গত শুক্রবার চাচাতো ভাই আবু বকর টঙ্গীতে ইয়াসিনের ভাড়া বাসায় বেড়াতে আসে। রবিবার ভোর রাত ৪টার দিকে সে ছুরি দিয়ে ঘুমন্ত অবস্থায় ইয়াসিনকে হত্যা করে। এসময় নিহতের স্ত্রী রাবেয়া জেগে ওঠলে তাকেও কোপ দিয়ে আহত করে। পরে স্ত্রী সন্তানদের চিৎকারে লোকজন এগিয়ে আসে এবং বাড়ির গেট বন্ধ থাকায় আবু বকরকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে টঙ্গী বাজার এলাকায় শফিকুলের বাড়িতে ভাড়া থাকতেন।

টঙ্গী থানার এসআই শাহিন শেখ জানান, জমিজমা নিয়ে ইয়াসিন ও তার চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইয়সিনের বিরুদ্ধে এর আগে টঙ্গী থানায় একটি মামলাও হয়েছিল। এছাড়া অবস্থা গুরুতর হওয়ায় ইয়াসিনের স্ত্রী রাবেয়া আক্তারকে স্থানীয় হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াৎ হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আহত রাবেয়াকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে জানান, খুনের ঘটনায় পুলিশ ঘাতক আবু বকরকে (২৫)কে গ্রেফতার করেছে। প্রাথমিক জিঞ্জাসাবাদে সে হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন। লাশ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।এঘটনায় টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।