
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী মিলগেইট নামাবাজার এলাকার বস্তি ও ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৩৫টি ঝুটের গোডাউন ও ১৫২টি বস্তিঘর ভষ্মিভূত হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা যায়, শনিবার (২১ জানুয়ারী) দুপুর ১২টা ২৫মিনিটে টঙ্গীর মিলগেইট নামাবাজার এলাকায় আব্দুর রহিমের ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় এলু মিয়ার ঝুটের গোডাউন, দেলু মিয়ার ঝুটের গোডাউন, আবু সামাদের ঝুটের গোডাউন, মেম্বারের ঝুটের গোডাউন, জসিমের ঝুটের গোডাউন, জাহাঙ্গীর আলমের ঝুটের গোডাউন, মাহাতাবের ঝুটের গোডাউন, আবুল বাশারের ঝুটের গোডাউন, সুফিয়ানের ঝুটের গোডাউন, দ্বীন ইসলামের ঝুটের গোডাউন, মহিন মিয়ার ঝুটের গোডাউন, সিরাজ মিয়ার ঝুটের গোডাউনসহ ৩৫টি ঝুটের গোডাউন পুড়ে ভষ্মিভূত হয়।
এব্যপারে টঙ্গী ফায়ার সার্ভেসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সেলিম মিয়া জানান, টঙ্গী ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকানন্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করছেন।