নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : টঙ্গীতে মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর শালিকচূড়া এলকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর । পরনে সাদা-খয়েরি চেক লুঙ্গি ও নেভি ব্লু ফুল শার্ট রয়েছে।
টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, দুপুর ২টার দিকে ওই ব্যক্তি শালিকচূড়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় সড়কদ্বীপে লোহার পাইপে তার লুঙ্গি আটকে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়েন। এ সময় ময়মনসিংহগামী দ্রুতগতির কাভার্ডভ্যানের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।


