টঙ্গীতে মারধর ও জিম্মি করে অর্থ আদায়, থানায় অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী কলেজ রোডে এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর করার পর যৌনপীড়ন ও জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ইসমাইল ও তার সহযোগিদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগি নারী মঙ্গলবার রাতে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলো, স্থানীয় ৫৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী ইসমাইল হোসেন (৩০), তার সহযোগি সুজন ওরফে হাতকাটা সুজন (২৯) ও শামীমসহ (৩০) অজ্ঞাতনামা ৫-৬ জন। ভুক্তভোগির অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারী মৃত্তিবাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে টেইলার্সের কাজ করেন। গত সোমবার বিকেলে কলেজ রোডের বাজারে যাওয়ার পথে সুজন ওরফে হাতকাটা সুজন তাকে ডাক দিলে তিনি এগিয়ে যান। এসময় ইসমাইলের নেতৃত্বে শামীমসহ অজ্ঞাতনামা ৫-৬ জন তাকে জোরপূর্বক অটোরিকশায় তুলে আলকাছ কমিশনারের (সাবেক) বাড়ির পিছনের সরু গলিতে নিয়ে যায়।

তারা ভুক্তভোগির ব্যবহৃত ব্যাগে থাকা নগদ ২৭ হাজার ১’শ টাকা, ১টি স্বর্ণের চেইন ও ১ জোড়া স্বর্ণের কানের দুল লুটে নেয়। এতে ওই নারী বাধা দিলে ইসমাইলের নির্দেশে তার সহযোগিরা ভুক্তভোগিকে লোহার রড দিয়ে এলোপাথারি পিটিয়ে রক্তাক্ত জখম করে তাকে আটকে মোটা অংকের টাকা দাবি করেন। এতেও তিনি অসম্মতি জানালে পূনরায় তাকে মারধর করা হয়। কোন উপায়ন্ত না পেয়ে ভুক্তভোগি তার স্বজনদের থেকে ৫২ হাজার টাকা বিকাশের মাধ্যমে এনে দেয়। পরে সন্ত্রাসীরা ওই নারীকে জোর করে যৌনপীড়ন করে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। ভুক্তভোগি ঘটনাস্থলে অসুস্থ হয়ে গোংরাতে থাকলে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল ভর্তি করে।

যোগাযোগ করা হলে যুবলীগ নেতা ইসমাইল হোসেন ওই নারীকে যৌনপীড়ন, টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ওই নারী একজন কু-প্রকৃতির লোক। সে যুবকদেরকে পথভ্রষ্ট করছে। তাই বিষয়টি মুরব্বিদের জানিয়ে তাকে সাবধান হওয়ার জন্য বলা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।