
মো.রবিউল ইসলাম (টঙ্গী প্রতিনিধি) : গাজীপুরের টঙ্গীর মুক্তারবাড়ি এলাকায় সৌকত (২৪) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গত কাল শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ০৯টার দিকে এ ঘটনা ঘটে। সৌকত গাজীপুরের উত্তর দত্তপাড়া টেকবাড়ি এলাকার কবির হোসেনের ছেলে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সৌকতের মামা রাজিব জানান, গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌকতের বন্ধু রানাকে কুপিয়ে জখম করে একদল দূর্বৃত্ত। রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন রেখে শুক্রবার সকালে বাসায় আসে সৌকত। এরপর বিকেলে এরশাদনগর এলাকার ফালান নামে এক যুবক সৌকতকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এসময় একটি মোবাইল নাম্বার থেকে ফোন করে সৌকতের ব্যবহৃত মুঠোফোনটি চোরাই বলে রাতের

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, পূর্বশত্রুতার জের ধরে দূর্বৃত্তরা সৌকতকে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে রাতেই টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ।